কাজী লাবণ্যর নতুন উপন্যাস অনশ্রু ঈশ্বর


কাজী লাবণ্য।ছবি: ফেসবুক

সমাজের সবচেয়ে উঁচু আর সবচেয়ে নিচুতলার দুই নারীর জীবন যুদ্ধ নিয়ে রচিত হয়েছে কাহিনি।এসেছে হরিজন সম্প্রদায়ের জীবনযাপনের করুণচিত্র।এসব নিয়ে উপন্যাস লিখেছেন কথাসাহিত্যিক কাজী লাবণ্য।

কাজী লাবণ্য যোগসূত্রকে বলেন, নানাবিধ উপেক্ষা, বিভাজন, বঞ্চনার মধ্য থেকে দু-একজন মানুষ সমাজের কদর্য চিত্রে আলো ফেলতে চায়। চায়, না-মানুষদেরকে অধিকার বা আলোর পথে আনতে।সেই চাওয়ার কাহিনিই কখনো কখনো ঢুকে পড়ে সিনেমা, নাটক কিংবা গল্প, উপন্যাসের ফ্রেমে।সেই ফ্রেমের নাম ‘অনশ্রু ঈশ্বর’।

উপন্যাসটি আগামী বইমেলায় (২০২৪) প্রকাশিত হবে। বইটি প্রকাশ করছে বিদ্যা প্রকাশ।