আজি এ বসন্ত দিন ॥ শাহনাজ পারভীন


আজি এ বসন্ত দিন
তাই বুঝি চোখ ফেটে শুধু জল আসে
কারণে অকারণে মোহন সকাল বেলায়
তোমারই ছায়াখানি চোখে চোখে অকারণ ভাসে।

কতদিন তাকাইনি অগোছালো
চোখ তুলে দেখিনিও মুখ
কতদিন হাসিনি তো তোমাকে জড়িয়ে নিয়ে
মমতায় বুক রেখে বুক
কতদিন কত কথা মরে গেছে মরমেরা যতো
কতদিন কত হাসি শুকায়েছে টকটকে গোলাপের মতো।

কতদিন কত হাসি ঝরে গেছে পাতাঝরা বিকালের মতো
কতদিন কত গান সন্ধ্যার অন্ধকারে মিলাইয়াছে শত
কতদিন কত সুর দূরে গেছে ঢেউয়ে ভেসে দূর সীমানায়
কতদিন কত প্রেম ভুলে গেছে অতিদূরে অভিমানী হায়!

তবু কি পেরেছি কভু, ভুলে যেতে কোনোদিন তারে?
ক্ষনেক ভুলে গেলে ফিরে আসে মুহূর্তেই শত বারে
যখন বৃষ্টিভেজা সোনামুখি মেঘ থরে থরে
সেখানে সাজানো থাকে প্রিয়তম প্রিয়মুখ স্মরে।

যখন মাঝেমাঝে আকাশের রেনুতে ভাসে কড়কড়া রোদ
রৌদ্রমুখি সেই তুমি চেয়ে থাকো দু-নয়নে অপলক বোধ
তোমাকে পারি না কেন রেখে যেতে দূরে একা একা
এ বসন্তে কেঁদে বলে সেই কথা ডালে ডালে কুহু কেকা।

কত কথা, কত হাসি, কত সুর, কত সুখ স্মৃতি
আজই এ বসন্তে হিল্লোল খেলে যায় সঞ্চিত গীতি!
ফুল ফোটে, গান গায়, হেসে উঠে প্রেমিকের সাজে
ভালোবাসি, ভালোবাসি বসন্ত এলে বুকে বাজে!