যা কিছু করতে পারিনি এই দীর্ঘ জীবনে, কিন্তু করতে চেয়েছি, সেগুলোই এখন আঁকড়ে ধরবো: দিলারা হাশেম


[সম্পাদকীয় নোট: কথাসাহিত্যিক ও সাংবাদিক দিলারা হাশেমের এই সাক্ষাৎকারটি ছাপা হয় মার্চ ৩১, ২০১১, ভয়েস অফ আমেরিকায়। গত ১৯ মার্চ ২০২২ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে মারা যান তিনি।তার মৃত্যুতে সাক্ষাৎকারটি যোগসূত্রের পাঠকদের জন্য দেওয়া হলো।]

‘যা কিছু করতে পারিনি এই দীর্ঘ জীবনে, কিন্তু করতে চেয়েছি, সেগুলোই এখন আঁকড়ে ধরবো’ বিদায়ী সাক্ষাৎকারে বলেছেন কথাশিল্পী, সাহিত্যিক দিলারা হাশেম।

ভয়েস অফ আমেরিকার বেতার ভাষ্যকার, সাংবাদিক দিলারা হাশেম দীর্ঘ ৩৫ বছর কর্মব্যস্ত জীবন থেকে অবসর নিয়েছেন ৩১ শে মার্চ ২০১১ সালে।

বিদায় নেওয়ার সময় সাক্ষাৎকারে তিনি কিছু উজ্জ্বল মুহূর্ত স্মরণ করে বলেন, ‘এই কাজে পূর্ণ সময়ের জন্য যোগ দেওয়ার পর আমার প্রথম দায়িত্ব হয়েছিল দুটি সাপ্তাহিক অনুষ্ঠান করার। আমেরিকার জীবনধারা ও কান্ট্রি মিউজিকের আসর।তো এই দুটো অনুষ্ঠান করার জন্য আমি অনেক জায়গায় ঘুরেছি। ভয়েস অফ আমেরিকা থেকেই আমাকে পাঠানো হয় কান্ট্রি মিউজিকের পীঠস্থান ন্যাশভিলে।বেশ কয়েকবার সেখানে গিয়েছি বার্ষিক অনুষ্ঠান কভার করতে। সেখানে বহু শিল্পীদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে – ব্লু গ্রাস সঙ্গীতের নামী শিল্পী বিল মনরোর সঙ্গে পরিচয় হয়েছে।ওয়াশিংটনে জোন বায়েজের আত্মজীবনী – অ্যা ভয়েস টু সিং – বইটির প্রকাশনা উৎবে তার সঙ্গে দেখা হয়।উনি তার বইতে রবিঠাকুরের যে কবিতা রয়েছে, তার অংশ বিশেষ পড়ে শুনিয়েছিলেন, সেটা আমার কাছে চমৎকার লেগেছিল।তার সাক্ষাৎকার ভিত্তিক সেই অনুষ্ঠান ভয়েস আমেরিকার পুরস্কার পেয়েছে’।

পড়ুন

বিদায় দিলারা আপা ॥ আদনান সৈয়দ