মানুষ ॥ সিদ্ধার্থ অভিজিৎ


মানুষ 

সংক্ষেপে মানুষ,
কষ্ট কষ্ট খেলা।
প্রতিকল্পে দুই মুঠো ভাত;
আচারের বিলাসিতা নয়,
মানুষ বড্ডো সুক্তো।
আফিমের ঘ্রাণে ম-ম করা গা,
লুঙ্গির খুঁটে দুমুঠো মুড়ি।

ঘিলুর ভেতর থেকে কশেরুকা,
নিউরণ থেকে মূত্রদ্বার!
শূন্য পেট ভুলে পিঠে
জাহাজের চেনা ছেঁড়া হাল।

ইত্যাদি, প্রভৃতি গণমান্য বিশেষণ
ও বর্ণনার ঘূর্ণাবর্তে
সবিস্তারে বলা চলে-
মানুষ বড্ড বেশি মানুষ।