মৃত্যু ॥ সৈয়দ ইফতেখার


মৃত্যু

যেকোনো দিন মারা যেতে পারি
আমের মুকুলের ঘ্রাণ নাই বা শুঁকে
সৌরভ পাদপের ন্যায় ধুঁকে ধুঁকে
কিংবা লহু জমাট বাঁধা বুকে।

যেকোনো দিন মারা যেতে পারি
পথ চলতে চলতে না পৌঁছে আমি
না চিনে কেউ না পেয়ে অন্তযামী
অপবিত্র আত্মায় বহুগামী।

যেকোনো দিন মারা যেতে পারি
শ্বাস অপেক্ষায়, নীরবতা জেনে
রচনাহীন বেকারত্ব এনে
কঠিন মৃত্যু আজ নিয়েছি মেনে!