টিউলিপ ॥ কাজী জহিরুল ইসলাম


অলঙ্করণ: লংরিড

টিউলিপ
টিউলিপের বেগুনি ধোয়া থেকে নির্মিত আকাশে
একদল ঘিয়ে রঙের মাতাল ভেড়া ভারসাম্য
হারিয়ে ভাসছে লক্ষ্যহীন এক লক্ষ্যের সন্ত্রাসে।
ভয়ে নুয়ে পড়া নতজানু দুপুর কারোর কাম্য
নয়। সকলেই এক প্রশস্ত দিনের ঔজ্জ্বল্যের
দিকে মুখ রেখে উচ্চকণ্ঠে গায় প্রার্থনা-সংগীত;
অবাধ্য দুপুর তবু নিয়মের ভারে সাফোকের
ঝাউবনে হেলে পড়ে।এক অজানা ভয়ের শীত
বেজে ওঠে বিচিত্র পুষ্পবীথির দীর্ঘ কোলজুড়ে।

অন্ধকার ঘন হতে হতে সব রঙ খেয়ে ফেলে
আনন্দ-উৎসবের। আলোর বর্তুল বহুদূরে
ভেসে যায়; হয়ত কোথাও, উল্টো পৃথিবীতে মেলে
ধরে ততধিক উজ্জ্বল, নতুন এক আলো-রেখা।
এ-আঁধারে প্রসারিত করতল, যদি মেলে দেখা।

হলিসউড, নিউইয়র্ক। ১৮ এপ্রিল ২০২১