দুটি অণুগল্প ॥ নূরুদ্দিন জাহাঙ্গীর


অলঙ্করণ: লংরিড

১. পরিচয়
আমাদের প্রত্যেকের পরিচয় তো পেলেন। এবার আপনি বলুন, আপনার পরিচয় কী।
আমার তো কোনো পরিচয় নেই!
বাড়াবাড়ি না করে বলুন, আপনি কে?
আমি মানুষ।
৫ বৈশাখ ১৪২৮।

২. আমরা বাড়ির পাশে যেভাবে পাহাড় গড়ে তুলেছি
আমার প্রতিবেশি বাড়ির পাশের ডোবায় আবর্জনা ফেলে দেখে আমার মনে হলো আমি কেন তবে দূরে ফেলব? আমি আর আমার প্রতিবেশী মিলে কিছুদিনের মধ্যেই জলাধারটাকে আবর্জনার পাহাড় বানিয়ে ফেলেছি। আমাদের পাহাড় দেখতে এখন আর দূরে যেতে হয় না। এমন কি পশুপাখি দেখতেও না। আমাদের বাড়ির পাশেই এখন অসংখ্য কাক আর কুকুর সারাক্ষণ কা কা, ঘেউ ঘেউ করে ঝগড়া করে চলে। আমি কুকুর তাড়াতে গেলে দাঁত খেঁচিয়ে কামড়ে দিতে আসে, আর কাক তাড়াতে চাইলে চলতি পথে কাকেরা মাথায় বিষ্ঠা ছাড়ে।