ব্রহ্মপুত্রের তীরে যাই ঠান্ডা বায়ু খেতে ॥ গাউসুর রহমান


ছবি: লংরিড

ব্রহ্মপুত্রের তীরে যাই ঠান্ডা বায়ু খেতে

পথ আর রাস্তা সব সময় এক নয়
পথ খুঁজে না পেয়ে মানুষের কতকিছু যে হয়
মানুষ যখন অশ্বের গতিবেগে চলে
তখনো সহজ, সরল নদীর কথা বলে ।

বৃষ্টি হলে মাটি ভিজে শস্যমুগ্ধ হয়েও
মানুষের জিভ আত্মার জিভে
আমার ছায়া এখন তোমার চিবুকে
আজও ব্রহ্মপুত্রের তীরে যাই ঠান্ডা বায়ু খেতে ।

হাওয়া বদলেছে তাই নেই প্রেমের মওসুম
প্রেম নয় দেবদূতের গান
প্রেম জানি শরীর মনের ঘ্রাণ
আমার হৃদয়ের আমিই সম্রাট
সুগোপন স্বদেশে কেন হও তুমি বিরাগ ?

আজকাল হতে চাও তুমি বৈষ্ণবী
আমার কামনা বাসনা সবই তাহলে মূলতবী;
আমার চোখের জলে তুমি অস্থির শিলা
বিরহের পাহাড় আমার ক্রমাগত উঁচু হচ্ছে মিথিলা ।

তোমার যে ঠোঁট ছুয়েছিলো আমায়
সে স্মৃতি আমার চোখে জলপ্রপাত নামায় ;
প্রেম থেকে জন্ম নেয় হৃদয়ের কুসুম
হাওয়া বদলেছে তাই নেই প্রেমের মওসুম ।

পিতা, মেরুনিশীথের স্তব্ধ সমুদ্রে তোমার গলার আওয়াজ শুনতে পাই
পিতা, মানুষের কাছে এখন ভব্যতা, সভ্যতা
মাথাপেতে বসে থাকে না
ধর্মের কল বাতাসে নড়ে উঠলেও
মানুষের বিবেক নড়ে না।
মাতৃভূমির প্রিয় মৃত্তিকা বিজয়ের মাসে এসে
অনেক বেশি আড়ম্বর অনুভব করে।

এখনো মানুষের মানবিক ভিত্তি নড়েবড়ে
শূন্যচাতুরীর মূঢ় হাসি নিয়ে
মুখোশপরা মানুষগুলো হাতে নাড়ে
টাকা কড়কড়ে,
মানুষের অরণ্যে খোলা হাওয়া খেলা করে না
পৃথিবীতে এখন স্ফটিক আলো ঝলমল করে না।

দিন-রাতের মরুভূমি বুকে নিয়ে পথ চলি
মানুষের ছায়া,শরীর, হৃদয় যখন পাঠ করি
আর এই পৃথিবীতেই নরকের নামতা পড়ি
ইচ্ছে হয় তবু মানুষের হৃদয় ভুল করে পাঠ করি।

শীতে চাই অবিরল মরুভূমি
শীত আমাকে শূন্য করে দিয়েছে
দম নিতে গিয়ে দম ফুরায় অবস্থা,
ইনহেলার, নেবুলাইজার কিছুতেই কিছু হচ্ছে না-
শীতের আহ্নিক গতি কোনো নিয়ম হতে পারে না।

আমার মর্ত্যজীবনের সব অনুভূতি
শীত কেড়ে নিতে চায়
এই শীত নিঃসন্দেহে চার্বাক
প্রকৃতির শীত,
এই শীত নিঃসন্দেহে চার্বাক প্রকৃতির শীত,
এই শীত আয়ু খেতে আসে পৃথিবীতে।

আমি এখন দমে দমে গ্রীষ্মের উপাসনা করি
প্রকৃতি গ্রীষ্মের সিংহাসনে না গেলে
আমার পরিণতি কী হবে
ভেবেই শেষ বিকেলের গান গাই।

 তোমার ছায়াভেজা রাতের বিরহ
তোমার ছায়াভেজা রাতের বিরহ
ক্ষেপে গিয়ে বলেঃ ‘বসন্ত তুমি চুপ রহ ’;
প্রেমের যুগ্মধ্বনি কোথায় উধাও
বাসন্তী রাত তুমি শুধাও।

নির্বীজক অন্ধকারে প্রেম নেই
রক্তপদ্মে কামাগ্নি জ্বেলে প্রেম তামাদি এভাবেই ।
শরীর মনের জ্যামিতির প্রহরে
কার ষড়যন্ত্র প্রতিভা কাজ করে?

আমার হৃদয়কে শূলবিদ্ধ করে
তোমার শরীর মন শুদ্ধ প্রণয় পাঠ করে।
আমাকে নিয়ে কানামাছি খেলে
বলো তুমি কী পেলে?