জন্মদিন ॥ সায়নী ব্যানার্জী


অলঙ্করণ: কাজী জহিরুল ইসলাম

শতাব্দীর ধুলো জমা হচ্ছে শুন্যে,
বিন্দু থেকে ব্যাপ্তি তীব্র হাহাকার-
খুঁজে পাওয়া ঠিকানা ক্ষণিকের মায়া,
থেকে যাওয়া দলিলের ‘শুন্য’ দাবিদার।

আড়মোড়া ভেঙে যাওয়া আরামের চোখ,
খুঁজে যায় নেশা, ছায়া,নির্জন রাত-
ভাঙা কাঁচে কেটে যাওয়া রক্তের নামে,
জেগে থাকা রাতগুলো শুধু অজুহাত।

দিনে দিনে দিয়ে যাওয়া কতো ভালোবাসা,
ফিরে পাওয়া অভিমান জমে একে একে-
সব কিছু থেকে যাবে শুন্যের বুকে,
অতীত ঝাপসা হয়।কে মনে রাখে ?

শতাব্দীর ধুলো জমছে ক্রমে ক্রমে,
নির্বাক চিৎকারে জীবনের ঋণ-
শুন্যের হাত ধরে পৃথিবীও ঘোরে,
তারিখ মিলিয়ে দেয় শুভ জন্মদিন।