স্বর্গে একদিন ভ্যালেন্টাইন ॥ আমিনুল ইসলাম


ছবি: আমিনুল ইসলাম

স্বর্গে একদিন ভ্যালেন্টাইন

আমরা ঘুরছি ইডেন গার্ডেনে:
নো রেস্ট্রিকশন ;
নো কোভিড নাইন্টিন মাস্ক;
তোমার পরনে এক ফালি
আব-ই রাওয়ানের উপমা;
আমার পরনে?
সোনালি কাবিনের চিত্রকল্পে উজ্জ্বল
দুটি চোখের বিস্ময়;
কিন্তু কোথায় সেই তীর্থবৃক্ষ যার ডালে ধরে
সেই নিষিদ্ধ ফল?
কাকে জিজ্ঞাসা করবো?
কোথাও কোনো মালি নেই,
কোনো সান্ত্রী কিংবা পাহারাদার নেই;
আচ্ছা, সেদিনের সাপটাও কি মারা গেছে?
কৌতূহল! কৌতূহল! কৌতূহল!

হাত ধরাধরি করে হাঁটতে হাঁটতে আমরা
এসে দাঁড়িয়েছি ত্বীন গাছের তলায় ;
‘খেতে মন্দ না তো!’ ‘হুঁ।’

হাওয়ায় উড়ছে তোমার আয়েশা-আক্তার চুল
আমি হাত লাগিয়ে সরিয়ে দিচ্ছি
গালে উড়ে এসে লাগা ঘনমেঘের তুলনা
এবং দুহাতে জড়িয়ে ধরে
আমগন্ধী চুমু দিতে দিতে বলছি,
‘লাভ ইউ!’
আসমানি বাতাসে ভেসে আসছে
যমুনার জলে ভেজা গান:
‘মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম…..’

কস্তুরী খোশবু ছড়িয়ে শারাবান তহুরার
পেয়ালা হাতে দাঁড়িয়ে থাকা
লাস্যময়ী হুরদের সেক্সি চোখে
জ্বলে উঠছে ঈর্ষার আলো:
‘অন্ধ আদম! ঘামভেজা বগলের
ঐ শ্যামলা মেয়েটা কি আমাদের চেয়েও সুন্দর !’