বৈশাখী চিঠি ॥ রোখসানা ইয়াসমিন মণি


বৈশাখী চিঠি

তোমার রক্তজালিকার ভেতর একদিন
আমার সমস্ত অনুভব অনির্দিষ্ট গন্তব্যে হারিয়ে গিয়েছিলো।

সেদিন মনের সমস্ত সুর অজান্তে
তোমাকে ভেবে আকাশ থেকে বাতাসে
বাতাস থেকে পাহাড়ে-পাহাড়ে আছড়ে পড়েছে।
তখন মেঘের মলাটে বৃষ্টির কোনো স্পর্শ ছিলো না

আমার চোখজুড়ে সেদিন সুখের তরঙ্গ
লিখেছিলো অনেক অচেনা শব্দের গান।
বাতাস নেচেছিলো তোমার খোলা বুকের
প্রাণের ডগায়।

তখন পলাশ শিমুলের লাল দরিয়ায়
বৈসাবি খেলেছি আমি জীবনের সব
হাসি একত্র করে।

এখন চারদিকে সোনালু ফুলের থৈ-থৈ কাণ্ড।
হলুদ ফুলের খেলা দেখে শব্দ পাঠের মাঠে
লিখে এসেছি আমি ‌তোমাকে ভালোবাসার গল্প।
সেসব গল্পগুলো কাঁপাকাঁপা পত্রপুঞ্জের ডাকবাক্সে
পাঠিয়ে দিয়েছি।

সূর্যের ভেতর তোমার চোখের আরেকটু আলো
ঢেলে খুলে নিও আমার চিঠি।
শুভকামনায় ভরা বাক্যগুলোয় পাবে আমার প্রতিকল্প।

অবশেষে তুমি ভালো থেকো,
এই পত্রপল্লবে ঘেরা আকুতি মাখা
বৈশাখ থেকে বসন্তে।

অলঙ্করণ: নূরুল আসাদ