খেলাঘর ॥ পূর্বালী দে


খেলাঘর
আমার শহর আপন ভেবে করলো যাকে পর,
ফাগের রঙে, সিঁদুর দিয়ে, গড়লো খেলাঘর।
খেলাঘরের দুটো মানুষ, রাতের অন্ধকারে
তারার নিচে প্রহর গোনে, একটা ঘরের দ্বারে।
দ্বারের কাছে পথিক হয়ে, দাঁড়ায় বাসর রাত
অপেক্ষাদের জড়ো করে, মনের আসন পাত।
আসনতলে মাটির প্রদীপ, দিবারাত্রি জ্বলে,
দূরের লোকে, পাঁচালিতে, তাদের কথা বলে।