আব্দুল আজিজের নতুন গল্পগ্রন্থ বেহুলার বয়ঃসন্ধিকাল


আব্দুল আজিজ। ছবি: ফেসবুক

মানুষের বিচিত্র জগত নিয়ে গল্প লিখেছেন কবি ও গদ্যকার আব্দুল আজিজ।বইটি প্রকাশ করছে জলধি প্রকাশন। আগামী ২০২৪ সালের বইমেলায় এটি প্রকাশিত হবে।

গল্পগ্রন্থটি সম্পর্কে জলধির ফেসবুক পোস্টে বলা হয়, জলধি বেশকিছু উল্লেখযোগ্য বইয়ের কাজ করছে এ বছর। কিছু বই সংগ্রহের তালিকায় রেখেছি।এর মধ্যে উল্লেখযোগ্য হলো-গল্পকার আব্দুল আজিজের গল্পগ্রন্থ বেহুলার বয়ঃসন্ধিকাল।

জলধির ফেসবুক পোস্টে বলা হয়, আব্দুল আজিজের লেখা মনে অস্বস্তি তৈরি করে।এই অস্বস্তিটুকুই গল্পকে ভুলতে দেয় না। অথচ আমরা অনেকেই পড়তে পড়তে ভুলে যেতে চাই। অনেককেই বলতে শুনি, দিন শেষে মানসিক চাপ কাটাতে বই পড়ি, যেই বই মাথায়/মগজে চাপ তৈরি করে না, সেই বইই পড়তে চাই, অযথা মগজ খরচ করে বই পড়ার কোনো মানে নেই। কিন্তু আমার ক্ষেত্রে উল্টো। আমি এমন বই পড়তে চাই, যা আমাকে জীবন ভুলতে দেয় না, পালাতে দেয় না এই জীবনের সব দৃশ্যমান অদৃশ্যমান চাপ থেকেও। কেন যেন মনে হয়, সবই যদি ভুলে যাই, জীবনের আর কোনো অর্থ থাকবে না…মানুষই থাকবো না হয়তো আর।