নতুন বই ॥ খোয়ালিমেরিক


নান্দিক থেকে প্রকাশিত হয়েছে অধ্যাপক পবিত্র সরকারের গ্রন্থ ‘খোয়ালিমেরিক’।

সোমবার (১৫ জানুয়ারি ২০২৪) বিকেলে পুনশ্চ বাংলা কার্যালয়, মানদা ভবনে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে নান্দিকের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন নান্দিক সম্পাদক ও প্রকাশক ইসমত শিল্পী।

নান্দিক থেকে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক সারাজাত সৌম, ব্যবস্থাপক সুদীপ্ত মাহমুদ।পুনশ্চ বাংলার সুহৃদগণের উপস্থিতিতে লেখক অধ্যাপক পবিত্র সরকার ‘খেয়ালিমেরিক’ সম্পর্কে নিজ অনুভূতি প্রকাশ করেন এবং ভূমিকাসহ বেশকিছু লিমেরিক পাঠ করেন।

সেই সাথে সঙ্গীত পরিবেশন করেন পুনশ্চ বাংলার মহাশ্বেতা গঙ্গোপাধ্যায়, পুরবী বসু।অনুষ্ঠানটি পরিচালনা করেন সাথী সেনগুপ্ত।

বক্তব্য রাখেন নাট্যজন অনীত রায়, অভিনেতা নাট্য নির্দেশক অধ্যাপক দেবাশীষ রায় চৌধুরী এবং পুনশ্চ বাংলার প্রাক্তন সম্পাদক অধ্যাপক পিনাকেশ সরকার।সম্পাদক, পুরবী ভট্টাচার্য, কোষাধ্যক্ষ, তরুণীকা কুণ্ডু, সুশান্ত চট্টপাধ্যায়, মহাশ্বেতা গঙ্গোপাধ্যায়, সাথী সেনগুপ্ত, সিদ্ধার্থ সেন, তাপসী মুখার্জি, মালা গুহ, সুমিতা বসু, প্রীতিপ্রভা দত্ত আরও অনেকের উপস্থিতিতে অনুষ্ঠান শেষ হয় পুনশ্চ বাংলার সভাপতি, পবিত্র সরকারের কণ্ঠে রবীন্দ্রনাথের গানের সঙ্গে।