পিওনা আফরোজের নতুন গ্রন্থ ‘গোধূলিমায়ার গন্তব্যে’


পিওনা আফরোজ। ছবি: ফেসবুক

দরজায় কড়া নাড়ছে বইমেলা। আসন্ন বইমেলায় (২০২৩) প্রকাশিত হতে যাচ্ছে পিওনা আফরোজের নতুন গ্রন্থ ‘গোধূলিমায়ার গন্তব্যে’।গ্রন্থটি প্রকাশিত হবে বিদ্যাপ্রকাশ থেকে।এটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

গ্রন্থটি সম্পর্কে পিওনা আফরোজ যোগসূত্রকে বলেন, এই পৃথিবীতে মানুষের মন সবসময় আশ্রয় খুঁজে ফেরে।তাইতো একটু ভালোবাসার আশায় মানুষ ছুটে যায় দূর থেকে আরও দূরে। কখনো মানুষের সেই কাঙ্ক্ষিত আশ্রয় মেলে কখনো মেলে না।এই ভাবনাকে উপজীব্য করে তাই মূল গল্পটির নাম দিয়েছি গোধূলিমায়ার গন্তব্য।

তিনি বলেন, দূরে, অনেক দূরে যে গোধূলির দিগন্ত তার প্রান্তরেখায় জেগে আছে কী এক মায়ার কুহেলিকা।জানি, সেই গোধূলিমায়ার দিগন্তে আমিও মিলিয়ে যাব একদিন।তাইতো, এই ঘনিয়ে আসা সন্ধ্যায় নিজেকে হারিয়ে খুঁজে পেতেই আমার এই গন্তব্য গোধূলিমায়ার কাছে।তাঁর মাঝেই লুকিয়ে আছে যে সত্তা সেই আমার আশ্রয়, আমার গন্তব্য।

 

পড়ুন
বিধান সাহার নতুন গ্রন্থ ‘অবিরাম বিস্মরণ’
সাইফ বরকতুল্লাহর নতুন গ্রন্থ ‘১০টি প্রেমের গল্প’