নজরুল ভাবনা ও অন‌্যান‌্য প্রসঙ্গ গ্রন্থের মোড়ক উন্মোচন


অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) অনুষ্ঠিত হয়েছে ‘নজরুল ভাবনা ও অন‌্যান‌্য প্রসঙ্গ’ গ্রন্থের মোড়ক উন্মােচন।

গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে ঘাসফুল প্রকাশনীর স্টলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থতি ছিলেন প্রকৌশলী মুরসালিন ইবনে মাহবুব, প্রকৌশলী রাশিদুজ্জামান, অ্যাডভোকেট মামিয়া হক আঁখি, ঘাসফুল প্রকাশক আদিবা নুসরাত, ‘নজরুল ভাবনা ও অন‌্যান‌্য প্রসঙ্গ’ গ্রন্থের লেখক শারমিন সুলতানা, কথাসাহিত্যিক ও সাংবাদিক সাইফ বরকতুল্লাহ, আবৃত্তি শিল্পী স্বপ্নীল মাহমুদ সাব্বির, অভিনেতা নিতাই বিশ্বাস প্রমুখ।

গ্রন্থটি সম্পর্কে লেখক শারমিন সুলতানা বলেন, এই বইটির বিষয় হলো নজরুল চিন্তন ও মনন, বিদ্রোহী নজরুল, রাজবন্দী নজরুল।এছাড়াও রয়েছে বিভিন্ন বিষয় ভিত্তিক মন্ময় প্রবন্ধ (দৃষ্টিকোণ, বোধ, বিনয়, শিক্ষা ও শিক্ষিত, সময়ের অভিরুচি, নারী একটি ধারণা, মহামারি প্রভাবিত সংস্কৃতি, নানা কথার কাসুন্দি, আমাদের ভাষাজ্ঞান, চাহিদা ও মানসিক স্বাস্থ্য, ব্যক্তিত্ব ইত্যাদি)।

‘নজরুল ভাবনা ও অন‌্যান‌্য প্রসঙ্গ’ গ্রন্থটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী (স্টল নম্বর ৫৪৮)। দাম ১৬০ টাকা।