বইমেলা ২০২৪: নতুন বই প্রকাশিত ৩৭৫১, বিক্রি ৬০ কোটি টাকা


শেষ হলো অমর একুশে বইমেলা ২০২৪।এবার নতুন বই প্রকাশ এবং বিক্রি দুটোই বেড়েছে।গত বছর (২০২৩) মোট ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছিল।এবার বেড়ে প্রায় ৬০ কোটি টাকার হয়েছে বলে জানিয়েছে মেলা পরিচালনা কমিটি।

এবার নতুন বই এসেছে ৩ হাজার ৭৫১টি।যা গতবার ছিল ৩ হাজার ৭৩০টি।শনিবার (২ মার্চ ২০২৪) বিকেলে মেলার মূল মঞ্চে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানায় মেলা পরিচালনা কমিটি।

মেলার সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলামের অনুপস্থিতে বইমেলার রিপোর্ট পড়ে শোনান বাংলা একাডেমির উপ-পরিচালক সাহেদ মন্তাজ।

স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা।প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

নূরুল হুদা বলেন, এবার মেলায় আমরা কিছু ত্রুটির সম্মুখিন হয়েছি। সাংবাদিকরাও সেসব ত্রুটি নিয়ে লিখেছেন, আগামীবার আমরা সেই ত্রুটি সংশোধন করার চেষ্টা করব।

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, আমাদের বইমেলার মতো বইমেলা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।আমাদের বইমেলা আবেগের বইমেলা, জাতির অভিপ্রায়ের বইমেলা।