শাহমুব জুয়েলের নতুন উপন্যাস ‘মেঘ বিদায়ের দিন’। এবারের একুশে বইমেলায় (২০২২) এটি প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে তাম্রলিপি প্রকাশন।প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। দাম ৫০০ টাকা।
গ্রন্থটির লেখক শাহমুব জুয়েল বলেন, মাদক জাতি ও সমাজের জন্য ভয়াবহ এবং বিপজ্জনক। এ নিয়েই মূলত উপন্যাসের প্লট সাজানোর চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, মেঘ বিদায়ের দিন উপন্যাসের অনুষঙ্গ ড্রাগ। চরিত্র বিন্যাসে ও সংলাপে দেখানো হয়েছে মাদকসেবীর অধিকাংশই তরুণ শ্রেণি। যারা সমাজে প্রভাব বিস্তারকারী ও উচ্চ চিন্তার অধিকারী। তাদের বিপথ মানে দেশের দীর্ঘমেয়াদী বিপদ। সামজিক দায়বদ্ধতা, তত্ত্বাবধানিক দুর্বলতা, এলিট শ্রেণির উন্নাসিকতা, গ্রাম ও শহরে স্বার্থবাদীদের দৌরাত্ম্য, হুমকির মুখে গোটা সমাজ ও রাষ্ট্র। এসবের রুট ও জোন আবিষ্কার করে আসক্তদের বিরত রাখতে কাউন্সিলিংসহ সচেতনতা জরুরি। প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি সময়ের দাবি। এ বিষয় নিয়েই এ উপন্যাস।