মধুসূদন পদক পেলেন কবি সুহিতা সুলতানা


এ বছর (২০২৪) মহাকবি মাইকেল মধুসূদন পদক পেলেন কবি সুহিতা সুলতানা। তার ‘শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থের জন্য সৃজনশীল সাহিত্য (কবিতা) ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার পেলেন।

গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪) সন্ধ্যায় যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আয়োজিত মধুমেলা প্রাঙ্গণের মধুমঞ্চে আনুষ্ঠানিকভাবে তাকে এ পদক তুলে দেওয়া হয়।

মহাকবি মাইকেল মধুসূদনের জন্মদিনে প্রতি বছর সৃজনশীল সাহিত্য ও গবেষণাকর্মে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এমন গুণীজনদের সম্মানজনক এ পুরস্কার প্রদান করা হয়।

কবি সুহিতা সুলতানার জন্ম ১৯৬৫ সালের ১৯ সেপ্টেম্বর যশোরে। তিনি শেখ বোরহান উদ্দিন আহমেদ ও সৈয়দ রেবেকা সুলতানার দ্বিতীয় সন্তান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক-স্নাতকোত্তর করেছেন। বর্তমানে জাতীয় গ্রন্থকেন্দ্রের কর্মকর্তা হিসেবে গ্রন্থোন্নয়ন সম্পর্কিত গবেষণাধর্মী বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

২০০৯ সালে তার ভাই কবি রেজাউদ্দিন স্টালিন মহাকবি মাইকেল মধুসূদন পদক পেয়েছিলেন। একই পরিবারের দুই গুণী এই পদক অর্জন করলেন।