চিন্তাসূত্র সমকালীন ছোটগল্প সংখ্যা প্রকাশিত


প্রকাশিত হয়েছে চিন্তাসূত্র সমকালীন ছোটগল্প সংখ্যা।এতে রয়েছে সমকালীন বিষয় নিয়ে ছয় লেখকের ছয়টি ছোটগল্প।সংখ্যাটি সম্পাদনা করেছেন মোহাম্মদ নূরুল হক ও কবীর আলমগীর।

এ সংখ্যায় রয়েছে রকিবুল হাসানের ‘নিজেই নিজের অন্ধকার’, মোহাম্মদ নূরুল হকের ‘নবাবের একদিন’, শিল্পী নাজনীনের ‘লঙ্কাপুরী’, সাদিয়া সুলতানার ‘রঙের কারসাজি’, সুমন মজুমদারের ‘ভুখ’ ও কবীর আলমগীরের ‘কুয়াশা ভোরে ঝুলে থাকা পাখি’।

ছয়টি গল্প নিয়ে একটি মূল্যায়নধর্মী প্রবন্ধ লিখেছেন গবেষক-শিক্ষক জান্নাতুল যূথী।তার প্রবন্ধের শিরোনাম, ‘সমকালীন ছয় গল্প : সময়ের রূঢ়চিত্র’।

এছাড়া রয়েছে ক্ষীণকায় সম্পাদকীয়।তিন ফর্মার ছোটকাগজটির দাম ৬০ টাকা।