ফয়সাল আহমেদ এর প্রকাশিত গ্রন্থ ‘মুক্তিযুদ্ধে নদী’ নিয়ে ঢাকা ও গাজীপুরে আলাপ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ ডিসেম্বর ২০২২ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁয়ে গ্রন্থটি নিয়ে আলাপের আয়োজন করে বইটির প্রকাশক প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি)।আরডিআরসির চেয়ারম্যান ও নদী গবেষক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধ গবেষক সত্যজিৎ রায় মজুমদারের সঞ্চালনায় আলাপে অংশ নেন কথাশিল্পী আহমদ বশীর, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক ও লেখক আলতাফ পারভেজ, নদী অধিকার মঞ্চের সদস্য সচিব শমশের আলী, গল্পকার সৈয়দ কামরুল হাসান, পরিবেশকর্মী ইবনুল সাঈদ রানা, সাংবাদিক ও লেখক জাকারিয়া মন্ডল, পরিবেশ ও নদীরক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন, লেখক ও সাংবাদিক গাজী মনছুর আজিজ, প্রকাশক রহিম রানা, আরডিআরসির জি আই এস এক্সপার্ট মো. সাইফুল ইসলাম রাজু , রিসার্চ এসিস্টেন্ট মাহবুবুর রহমান রবিন ও ‘মুক্তিযুদ্ধে নদী’ বইটির লেখক ফয়সাল আহমেদ।
এদিকে গাজীপুরের শ্রীপুরে গত ৫ জানুয়ারি ২০২৩ মুক্তিযুদ্ধে নদী গ্রন্থটি নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়।বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার আয়োজনে পাঠচক্রে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শফি কামাল।এতে অংশ নেন ভাষা গবেষক ও বাচিক শিল্পী লিয়াকত চৌধুরী, লেখক আমীন আল রশীদ, ইজাজ আহমেদ মিলন, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্স সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ
পাঠচক্রে ভিন্ন মাত্রা যুক্ত হয় ফরাজি সাহেবের কণ্ঠে গাজীপুর নিয়ে পুঁথি পাঠে ও নিতু চৌধুরী এবং রাহাত রাব্বানীর কবিতা পাঠের মধ্য দিয়ে ।
এছাড়া বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক অসীম বিভাকরের জন্মদিন উপলক্ষে পাঠচক্রে কথা বলেন পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যার আহাম্মাদুল কবীর খোকন।পাঠাগার পরিচালক কলাম লেখক সাঈদ চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন, কথাসাহিত্যিক কাজল মালেক।