পুরনো ক্ষেতের আলদাগ জানে
তোমার প্রণয় ফুলে চতুর শলাকা, ওঠে দাগ
রঙিন করা মুখে আজ ফোটে খই, টগরের কষ
দেখে ফেলি তিতাচোখ কঠিন অসহ্য লাল রাগ
চোখের সবুজ আঙুলে খসে গেছে সুবোধ রস
ভালোবাসা তাড়ি খেয়ে যারা চলে গেছে অচিনপুর
তারাও বানায় ইতিহাস প্রত্নকুলে দেয় দোল
মাটির মরমে ওঠে কথাফুল বকুল বকুল
কতকিছুই তো আজ সংগোপন নতুন ভুল
আবার ফিরে পাবো মনের মতো সেই বারোমাস
পুঁজির ডেরায় বাস করেও দিতে পারো প্রেম!
লগ্ন করে সোঁদা মাটির বুক আঁড়াআঁড়ি শ্বাস
পুরনো ক্ষেতের আলদাগ জানে সেই দিল খাস