মধ্যমাঠে নিঃসঙ্গ দোয়েল ডানা ঝাপটায়
দুপুর যে কেঁদে কেঁদে ফেরে
সন্ধ্যা ছুঁই ছুঁই
রাত্রির চাদর নামে বিবর্ণ যৌবনে।
লালনের গান ভেসে যায় গহিন আত্মায়
গগনের ব্যাকুল আকুতি যে অধরা মনের মানুষ
প্রেমের খাঁচায়,
কালিগঙ্গায় ভাসে সিরাজ সাঁইয়ের সাধনগীতি।
দুঃখে ডানা ভেঙে
পোড়ায় যে মানুষ নিজেকে আপন আগুনে
ভালোবেসে শরীরে জড়ায়
কবরে ঘাসের মতো নিস্তব্ধতা-কাঁদে একতারা।
মধ্যমাঠে নিঃসঙ্গ দোয়েল ডানা ঝাপটায়
পৃথিবী যে শূন্য খেলাঘর
সন্ধ্যা ছুঁই ছুঁই
নেমে আসে রাত্রি-পরানের আখড়ায় বেদনার গান।