শরৎ সন্ধ্যায় ট্র্যাভেল রাইটারসদের ভ্রমণবিষয়ক আড্ডা


ট্র্যাভেল রাইটারসদের ভ্রমণবিষয়ক আড্ডা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ট্র্যাভেল রাইটারস অ্যাসোসিয়েশনের আয়োজনে ভ্রমণবিষয়ক আড্ডা হয়েছে।এবারের আসরে আলোচনার বিষয় ছিল ‘দক্ষিণ আমেরিকার পেরু, আর্জেন্টিনা ও বলিভিয়ায় ভ্রমণ’ সম্পর্কে।

গত শনিবার (২০ আগস্ট ২০২২) রাজধানীর ধানমন্ডিতে এ আড্ডার আয়োজন করা হয়।সম্প্রতি লেখক ও গবেষক মহুয়া রউফ ঘুরে এসেছেন পেরু, আর্জেন্টিনা ও বলিভিয়া।এই তিন দেশের ভ্রমণ অভিজ্ঞতাগুলো নিয়ে সুন্দরভাবে উপস্থাপনা করেন।তিনি সেখানকার শিল্প-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যগুলো ছবিসহ প্রায় দেড় ঘণ্টা ধরে আলোচনা করেন।পেরুর ঐতিহাসিক ‘মাচু পিচু’, আর্জেন্টিনায় রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পোর সম্পর্ক, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি রাস্তা, বলিভিয়ায় চে গুয়েভারার জাদুঘর, যে গ্রামে তাকে হত্যার পর জনসমক্ষে নিয়ে আনা হয়, ছোট ছোট গ্রাম-এসব নিয়ে কথা বলেন তিনি।

বাংলাদেশ ট্র্যাভেল রাইটারস অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, আমরা ভ্রমণবিষয়ক নানা কর্মকাণ্ড করে চলছি।এর মধ্যে অন্যতম হচ্ছে ভ্রমণ আড্ডার আয়োজন।আমরা হয়তো একজীবনে সুন্দর এ পৃথিবীর সবটা ঘুরে দেখতে পারব না, তাই নানা দেশে ঘুরে বেড়ানো ভ্রমণকারীদের গল্প-অভিজ্ঞতা শুনে ফেলতে পারছি এমন আড্ডায়।

আড্ডায় ভ্রমণবিষয়ক লেখক, কবি, সাহিত্যিক, প্রকাশক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।