সাহিত্যের নতুন খবর


শুক্রবার (২০ জানুয়ারি) ও শনিবার (২১ জানুয়ারি ২০২৩) সাহিত্য, কবিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে মুখরিত থাকবে ঢাকা।তেমনি কয়েকটি অনুষ্ঠানের খোঁজখবর নিয়ে যোগসূত্রের পাঠকদের জন্য এই প্রতিবেদন।

জ্ঞাতিজনের ৬৬তম আড্ডা: আগামী শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর লালমাটিয়ায় অনুষ্ঠিত হবে জ্ঞাতিজনের ৬৬তম আড্ডা। এবারের বিষয় ‘উপন্যাস ও ইতিহাস আখতারুজ্জামান ইলিয়াসের সফরনাম।’ আলোচনা করবেন ফারুক ওয়াসিফ।

তিন দশকের কবিতা: আগামী শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর কাঁটাবনে পাঠক সমাবেশে পরস্পরের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘তিন দশকের কবিতা (১৯৮০-২০১০)’।সেঁজুতি হাসানের উপস্থাপনায় সোহেল হাসান গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করবেন জুয়েল মাজহার, কুমার চক্রবর্তী, চঞ্চল আশরাফ।

সাহিত্য আড্ডা: শ্রীপুর সাহিত্য পরিষদের আয়োজনে আগামী ১৭ জানুয়ারি গাজীপুর মাওনা চৌরাস্তায় অনুষ্ঠিত হবে সাহিত্য আড্ডা। এতে অংশ নেবেন কবি ও বাচিক শিল্পী দেবিকা বন্দ্যেপাধ্যায়।

অন্বয় প্রকাশের ৫বছর পূর্তি: আলোচনা, সম্মাননা প্রদান, প্রকাশনা পত্রিকার মোড়ক উন্মোচন ও কবিতা পাঠ। ২১ জানুয়ারি ২০২৩, শনিবার। বিকাল ৩.৩০ মিনিট। স্থান: আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়।