হায়াৎ মামুদের জন্মদিনে ‘নান্দিক সন্ধ্যা’


কথা, কবিতা ও গান পরিবেশনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সাহিত্যিক, অনুবাদক হায়াৎ মামুদের ৮৩তম জন্মদিন। রোববার (৩ জুলাই) ঢাকার রাজধানীর কাঁটাবনের পাঠক সমাবেশ কেন্দ্রে ‘নান্দিক সন্ধ্যা’ শিরোনামে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে নান্দিকের ‘কবিতা-ভাবনা’ বিষয়ক জুন ২০২২ ৬ষ্ঠ বর্ষ ৮ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।উদ্বোধক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।বিশেষ আলোচনায় ছিলেন নাট্যজন মামুনুর রশীদ ও অনুবাদক জাভেদ হুসেন।

হায়াৎ মামুদের ৮৩তম জন্মদিন উপলক্ষে বিশেষ আলোচনা করেন সাহিত্যিক সরকার আবদুল মান্নান।স্বাগত বক্তব্য রাখেন- নান্দিক সম্পাদক কবি ইসমত শিল্পী।

এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিকণ্ঠে কবিতা পাঠ ও গান অনুষ্ঠিত হয়।